খালেদার চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন শুনানি মঙ্গলবার

প্রথম পাতা » রাজনীতি » খালেদার চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন শুনানি মঙ্গলবার
রবিবার ● ২৮ জুলাই ২০১৯


খালেদার চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন শুনানি মঙ্গলবার

ঢাকা সাগরকন্যা অফিস॥

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির জন্য আগামি মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
রবিবার (২৮ জুলাই) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আদালত এর আগে নথি তলব করেছিলেন, নথি আসার পর আদালত জামিন শুনানির জন্য ৩০ জুলাই দিন নির্ধারণ করেছেন। গত ২০ জুন বিচারিক আদালত থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার নথি বিচারিক আদালত থেকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসে। গত ৩০ এপ্রিল আপিল শুনানির জন্য হাইকোর্টের এ বেঞ্চ খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন। এ ছাড়া বিচারিক আদালতের রায়ের নথি দুই মাসের মধ্যে হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেন।
২০১৭ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় ঘোষণা করেন পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর ড. মো. আকতারুজ্জামান। রায়ে খালেদা জিয়াকে সাত বছরের কারাদ- দেন। এই মামলা অপর তিন আসামিকেও সাত বছর করে কারাদ- দেওয়া হয়। প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদ- দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করলে ৩০ এপ্রিল তা শুনানির জন্য গ্রহণ করে অর্থদ- স্থগিত করেন হাইকোর্ট।
গেল বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫০:৩৬ ● ৪৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ