গভীর সাগরে ইলিশ শিকারের যাত্রা জেলেদের

প্রথম পাতা » কুয়াকাটা » গভীর সাগরে ইলিশ শিকারের যাত্রা জেলেদের
মঙ্গলবার ● ২৩ জুলাই ২০১৯


গভীর সাগরে ইলিশ শিকারের যাত্রা জেলেদের

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

সাগরপারের জনপদ কলাপাড়ার উপকূলীয় প্রায় ৪৮ হাজার জেলে দীর্ঘ অবরোধ শেষে মঙ্গলবার (২৩ জুলাই) রাতে গভীর সাগরবক্ষে মাছ শিকারে গেছেন। আগেভাগেই জেলেরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
দক্ষিণের সবচেয়ে বড় ইলিশের মোকাম মহিপুর-আলীপুরে মাছের আড়তপট্টিতে এ জন্য বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ইলিশের আশায় জেলে, ট্রলার মালিক, আড়ত মালিক সবাই এখন মুখিয়ে আছেন। কলাপাড়া উপজেলা বোট মাঝি সমিতির সভাপতি মোঃ নুরু মিয়া জানান, দীর্ঘ অবরোধে এ বছর হাজার হাজার জেলে পরিবার অবর্ননীয় কষ্টে দিন কাটায়। এখন অপেক্ষার অবসান ঘটলেও এরা অনেকটা হতাশা ব্যক্ত করে জানান, আমরা অপেক্ষায় থাকি ভরা মৌসুমে ইলিশ পাওয়ার। যা পেলে পরিবারে খাবারের যোগান হয়। তবে এবারে নিষেধাজ্ঞাকালীন ভারতীয় বোটের শত শত জেলেরা বাংলাদেশের সীমান্তে ইলিশ ধরেছে, এমন এন্তার অভিযোগ জেলেসহ এ পেশা সংশ্লিষ্ট সবার। অনেক জেলে বোট নিয়ে সকাল থেকেই সাগরবক্ষে যাত্রা করেন।
মহিপুর মৎস্য বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু গাজী বলেন, মৌসুমের শুরুতে অবরোধের কারণে সবাই বেকার রয়েছেন। গুনেছেন লোকসান। আলস, মানবেতর সময় কেটেছে জেলেরা। এখন কর্মচঞ্চল হয়ে উঠছে। সবাই প্রচুর ইলিশ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সিনিয়র কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, অবরোধের পরে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পরার সম্ভাবনা রয়েছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪০:৩৫ ● ১১২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ