কলাপাড়ায় অসহনীয় বিদ্যুত বিভ্রাটে জনজীবনে ভোগান্তি

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় অসহনীয় বিদ্যুত বিভ্রাটে জনজীবনে ভোগান্তি
শুক্রবার ● ১৯ জুলাই ২০১৯


কলাপাড়ায় অসহনীয় বিদ্যুত বিভ্রাটে জনজীবনে ভোগান্তি

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

শুক্রবার সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত বিদ্যুত নেই। শাখারিয়া থেকে লাইন খারাপ ছিল। গতকাল পুরনো খুঁটি বদলানো হয়েছে, লাইনও খারাপ ছিল। এর আগের দিন বরিশাল থেকে পটুয়াখালী লাইন খারাপ ছিল। এর আগের দিন পটুয়াখালী কলাপাড়া লাইন খারাপ ছিল। এভাবে টানা অন্তত সাতটি দিন দিনের গড়ে পাঁচ-ছয় ঘন্টা বিদ্যুত বন্ধ ছিল। এছাড়াও নানান অজুহাতে প্রতিদিন ছয়/সাত বারে পাঁচ থেকে ছয় ঘন্টা বিদ্যুত সররাহ বন্ধ থাকছে।
কলাপাড়ার অন্তত ৪২ হাজার গ্রাহকের জীবনে বিদ্যুত বন্ধের এক অসহনীয় ভোগান্তি। প্রচন্ড ভ্যাপসা গরম। মানুষ ছট-ফট করছে অসহ্য গরমে। তার ওপরে বিদ্যুতের অসহনীয় বিভ্রাটে এখন নাকাল অবস্থা। কোন না কোন সমস্যা লেগেই থাকছে। আর আকাশে মেঘ কিংবা একটি বৃষ্টিসহ বাতাস বইলে তো কথাই নেই। বিদ্যুত উধাও। হাজার হাজার গ্রাহক এখন দিশেহারা হয়ে গেছে। অসহনীয় পর্যায়ে পেছেছে বিদ্যুতের সরবরাহ। অসহনীয় ভ্যাপসা গরমের মধ্যে বিদ্যুতের এমন বিভ্রাটে মানুষ অনেকে অস্থির হয়ে উঠেছে।
পল্লী বিদ্যুত সমিতি কলাপাড়ার ডিজিএম প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, বর্তমানে লাইনের আপগ্রেডেশনের কাজ চলছে। তার ওপরে বৃষ্টি-বাদলের কারণেও বিদ্যুত সরবরাহে বিঘœ ঘটছে। কিছু কিছু অনাকাঙ্খিত ঘটনাও ঘটছে। এমাস পরে বিদ্যুত সরবরাহের অনেকটা উন্নতি হবে বলেও এ কর্মকর্তা জানান।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৯:৪৪ ● ৪১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ