কলাপাড়ায় রাখাইন ছাত্র ছাত্রীদের শিক্ষা বৃত্তি, স্বাস্থ্য উপকরণ প্রদান

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় রাখাইন ছাত্র ছাত্রীদের শিক্ষা বৃত্তি, স্বাস্থ্য উপকরণ প্রদান
বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯


কলাপাড়ায় রাখাইন ছাত্র ছাত্রীদের শিক্ষা বৃত্তি, স্বাস্থ্য উপকরণ প্রদান

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় ক্ষুদ্র ণৃ-গোষ্ঠী রাখাইন ২৬৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি বৃত্তি, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়েছে।
কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে কলাপাড়া উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকায় উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৮ - ২০১৯ অর্থ বছরে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন, কলাপাড়া উপজেলা চেয়্যারম্যান এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখাইন প্রতিনিধি মংচোওয়েন। অনুষ্ঠানে ২৬৮ জন রাখাইন শিক্ষার্থীকে দুই লাখ টাকার শিক্ষা বৃত্তি, এক লাখ টাকার শিক্ষা উপকরণ, পাঁচ হাজার টাকার স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৩১:৫৪ ● ৩৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ