বাবুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯


বাবুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

“মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি”এই প্রতিপাদ্যকে ধারণ করে বাবুগঞ্জে “জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯” (১৭-২৩ জুলাই) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য দপ্তর বাবুগঞ্জ এর আয়োজনে, সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আহম্মেদ এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি: দা:) নুসরাত জাহান খান এর সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব সরোয়ার মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, এছাড়া বক্তব্য রাখেন বাবুগঞ্জ অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহ আলম বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মরিয়ম বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব, ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, সফল মৎস্য চাষি তৃষ্ণ রাণী প্রমূখ।

এইচএ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৬:০৭ ● ৩৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ