বাউফলে মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালি

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালি
বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯


বাউফলে মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালি

বাউফল(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

“মাছ চাষে গড়বো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক স্লোগান এবং “মৎস্য সেক্টরের সমৃদ্ধি-সুনীল অর্থনীতির অগ্রগতি” শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে বাউফলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে  বৃহষ্পতিবার (১৮ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে মৎস্যজীবি, মৎস্যচাষি ও মৎস্য ব্যাবসায়িদের অংশ গ্রহণে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের নেতৃত্বে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তণে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, বাউফল থানার ওসি (তদন্ত) মাকসুদুর মুরাদ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এ.কে.এম. হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে মৎস্য সম্পদ রক্ষা ও বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে বক্তব্য রাখেন সফল মৎস্যজীবি নাঈমা সুলতানা, মৎস্য ব্যাবসায়ি হযরত আলী,  ওসি (তদন্ত) মাকসুদুর মুরাদ এবং উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৫:৩০ ● ৪০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ