কলাপাড়ায় মৎস্য সপ্তাহ শুরু

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় মৎস্য সপ্তাহ শুরু
বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯


কলাপাড়ায় মৎস্য সপ্তাহ শুরু

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”  প্রতিপাদ্য বিষয় নিয়ে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, ক্ষুদ্র জেলে সমবায় সমিতির সভাপতি আব্দুস সালাম বিশ^াস।
স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ, আওয়ামী লীগ নেতা ড. শহীদুল ইসলাম বিশ^াসসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য চাষে সাফল্যের জন্য বিভিন্ন পর্যায়ের চাষীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ ক্যম্পাস পুকুরে সংস্দ সদস্য মহিব্বুর রহমান মহিব মৎস্য পোনা অবমুক্ত করেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১০:৫৩ ● ৩০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ