জাতীয় মৎস্য সপ্তাহে কাউখালীতে সংবাদ সম্মেলন

প্রথম পাতা » পিরোজপুর » জাতীয় মৎস্য সপ্তাহে কাউখালীতে সংবাদ সম্মেলন
বুধবার ● ১৭ জুলাই ২০১৯


জাতীয় মৎস্য সপ্তাহে কাউখালীতে সংবাদ সম্মেলন

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

‘মাছ চাষে গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’এই স্লোগানকে সামনে রেখে বুধবার থেকে পিরোজপুরের কাউখালীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
এ উপলক্ষ্যে কাউখালী মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য অফিসারের কার্যালয়ে সকালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জাতীয় মৎস্য সপ্তাহের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন উপজেলা মৎস্য অফিসার(ভারপ্রাপ্ত)ফনি ভুষন পাল।
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল ব্যবহার ও অধিকতর উন্নয়নের লক্ষ্যে ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি,সুনীল অর্থনীতির অগ্রগতি’ শীর্ষক প্রতিপাদ্যকে উপজীব্য করে ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হবে। তিনি আরো বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও মাছ চাষে অংশীজনকে অধিকতর সচেতন করতেই জাতীয় মৎস্য সপ্তাহের আয়োজন করা হয়েছে। তিনি জাতীয় মৎস্য সপ্তাহ সফল করতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় বিভিন্ন জাতীয় আঞ্চলিক পত্রিকায় কর্মরত ১৫জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০২:৫৬ ● ৪৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ