আমতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন
বুধবার ● ১৭ জুলাই ২০১৯


আমতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

“মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বুধবার (১৭ জুলাই) দুপুরে আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিসে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ মাহবুবুল আলম বলেন,   মৎস্য সম্পদ রক্ষায় সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সকলের সচেতনতায় মৎস্য সেক্টরে গড়ে উঠবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। এ মৎস্য সম্পদ রক্ষায় সপ্তাহ (১৭-২৩ জুলাই) ব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা, ফরমালিন বিরোধী অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা, স্কুল-কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা সভা, প্রামান্য চিত্র প্রদর্শণ, মৎস্য চাষে  উদ্বুদ্ধকরণ সভা, পুরুষ্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন  ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র প্রমুখ।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০৯:৫০ ● ৪২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ