তালতলীতে একই পরিবারের চার জনকে কুপিয়ে জখম

প্রথম পাতা » বরগুনা » তালতলীতে একই পরিবারের চার জনকে কুপিয়ে জখম
মঙ্গলবার ● ১৬ জুলাই ২০১৯


তালতলীতে একই পরিবারের চার জনকে কুপিয়ে জখম

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে বরগুনার তালতলী উপজেলার বড়পাড়া গ্রামের একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনা ঘটেছে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার বড়পাড়া গ্রামের কবির হাওলাদার ও তার চাচাতো ভাই রিপন হাওলাদারের মধ্যে ২০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার স্থানীয়রা শালিসগণ মিমাংশা  শেষে ওই জমির সীমানা নির্ধারন করে দেয়। কবির হাওলাদার ওই সীমানা মেনে নিলেও রিপন হাওলাদার তা মেনে নেয়নি। এ নিয়ে সোমবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে রিপন ও তার লোকজন। ওইদিন রাত সাড়ে ১০ টার দিকে রিপন হাওলাদারের ছোট ভাই মিলন হাওলাদার ও হিরন হাওলাদার তাদের ৭/৮ জন সহযোগী নিয়ে কবির হাওলাদারের ছোট ভাই ছগির হাওলাদার (৩২), মজিবর (৪৫), আসাদুজ্জামান (২০) ও আকলিমাকে (৪২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।  পুলিশ খবর পেয়ে পারভীন নামের একজনকে আটক করেছে। এ ঘটনায় মঙ্গলবার কবির হাওলাদার বাদী হয়ে মিলন হাওলাদারকে প্রধান আসমী করে ছয় জনের নামে মামলা দায়ের করেছে।

কবির হাওলাদার বলেন, স্থানীয়রা শালিসগণের নির্ধারিত সীমানা আমি মেনে নিলেও রিপন হাওলদার তা মেনে নেয়নি। এ ঘটনার জের ধরে আমার পরিবারের চারজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে তারা। আমি এ ঘটনার বিচার চাই।

তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, এ ঘটনা মামলা হয়েছে। একজনকে গ্রেফতার হরপ হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:২৬ ● ৪০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ