বরগুণায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে আ’লীগ থেকে বহিস্কার

প্রথম পাতা » বরগুনা » বরগুণায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে আ’লীগ থেকে বহিস্কার
সোমবার ● ১৫ জুলাই ২০১৯


বরগুণায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে আ’লীগ থেকে বহিস্কার

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী মোঃ মোতাহার উদ্দিন মৃধাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। সোমাবার (১৫ জুলাই) দুপুর ১২ টার দিকে তাকে বহিস্কার করে আমতলী উপজেলা শহরের মাইকিং করা হয়।
জানাগেছে, বিগত ২০ জুন আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। এ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৫ জুলাই। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মিঠু মৃধা। দলীয় মনোনয়ন না পেয়ে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা বিদ্রোহী প্রার্থী হয়ে ঘোড়া প্রতিক নিয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করছেন। রবিবার রাতে উপজেলা আওয়ামীলীগ সভা ডেকে বিদ্রোহী প্রার্থী মোঃ মোতাহার উদ্দিন মৃধাকে নির্বাচনের সকল কার্যক্রম থেকে সরে দাড়ানোর জন্য ১২ ঘন্টার সময় বেঁধে দেয়। ওই সময়ের মধ্যে নির্বাচনের সকল কার্যক্রম থেকে সরে না দাড়ালে তাকে দলের সকল পদ থেকে বহিস্কারের সিদ্ধান্ত হয়। কিন্তু বিদ্রোহী প্রার্থী মোঃ মোতাহার উদ্দিন মৃধা দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনের সকল কার্যক্রম চালিয়ে যান। পরে উপজেলা কমিটি তাকে বহিস্কারের সুপারিশ করে বরগুনা জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে পাঠিয়ে দেয়।
সোমবার দুপুর ১২ টার দিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বরগুনা জেলা কমিটির নির্দেশে তাকে দল থেকে আ-জীবনের জন্য বহিস্কার করে মাইকিং করা হয়।
এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, আমি জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর লোক। আমি কোন বহিস্কার মানিনা। উপজেলা কমিটি ও বরগুনা জেলা কমিটি কেন্দ্রিয় সিধান্ত মানেন না। আমিও তাদের বহিস্কার মানিনা। তিনি আরো বলেন, আমি নির্বাচন থেকে সরে দাড়াবো না। আগামী ২৫ জুলাই জনগণই ব্যালটের মাধ্যমে প্রমাণ করবে আমি বহিস্কারের লোক কিনা?
আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন বলেন, রবিবার রাতে দলের সভা ডেকে বিদ্রোহী প্রার্থী মোঃ মোতাহার উদ্দিন মৃধাকে নির্বাচনে সকল কার্যক্রম থেকে সরে দাড়ানোর জন্য ১২ ঘন্টার সময় বেঁধে দেয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে নির্বাচনী কার্যক্রম থেকে সরে না দাড়ালে তাকে দল থেকে বহিস্কারের সিধান্ত হয়। কিন্তু তিনি নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাড়ায়নি। তাই তাকে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরগুনা জেলা কমিটির নির্দেশে দলের সকল পদ থেকে আ-জীবনের জন্য বহিস্কার করে মাইকিং করা হয়েছে।
বরগুনা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গির কবির বলেন,কেন্দ্রিয় আওয়ামীলীগের সিদ্ধান্ত মোতাবেক দলের গঠনতন্ত্র বিরোধী কাজ করায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে  মোতাহার উদ্দিন মৃধাকে দল থেকে আ-জীবনের জন্য বহিস্কার করা হয়েছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৮:০১:৫৩ ● ১২৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ