কাউখালীতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশ
সোমবার ● ১৫ জুলাই ২০১৯


কাউখালীতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশ

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ স্লোগান নিয়ে পিরোজপুরের কাউখালীতে কমিউনিটি পুলিশিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ পুলিশ কাউখালী থানার আয়োজনে কাউখালী সরকারি মহাবিদ্যালয় ও এস,বি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে পৃথক পৃথক এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মো.হায়াতুল ইসলাম খান।কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো.নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন, পিপিএম, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার, প্রভাষক প্রশান্ত কুমার হালদার, প্রভাষক হুমায়উন কবীর, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান. মো.গিয়াস উদ্দিন প্রমুখ ।
সমাবেশে পুলিশ সুপার বলেন, যারা আজ শিক্ষার্থী, তারা যেন আলোকিত মানুষ হতে পারে সে প্রচেষ্টার অংশ হিসেবে আমাদের কমিউনিটি পুলিশিং সেবা।তিনি আরো বলেন, বিভিন্ন সামাজিকব্যাধি যেমন বাল্য বিবাহ, ইভটিজিং, মাদকাসক্ত আমাদের সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে। সবার মাঝে যে প্রতিভা রয়েছে, সেসব প্রতিভাকে নষ্ট করে দিচ্ছে এই মাদক। মাদকের বিরুদ্ধে যে কোন তথ্য পুলিশকে দেয়ার আহবান জানান তিনি।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫১:৫৩ ● ৭৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ