কলাপাড়ায় কিস্তির টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় কিস্তির টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যা
রবিবার ● ১৪ জুলাই ২০১৯


কলাপাড়ায় কিস্তির টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কিস্তির টাকা জোগাড় করতে না পেরে শ্বশুড় বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জামাতা সোহাগ ফকির (৩০)। পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে রোববার সকাল ১০টায় এ ঘটনা ঘটেছে। পুলিশ মৃত সোহাগের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।
জানাযায়, কলাপাড়ার বাদুরতলী গ্রামের লতিফ ফকিরে ছেলে ছেলে সোহাগ ফকির বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে দেনাগ্রস্থ্য হয়ে পড়ে। রোববার (১৪ জুলাই) সকালে শ্বশুড় লাল মিয়া সিকদারের বাসায় বসে কিস্তির টাকা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিণ্য হলে সবার অগোচরে ঘরের আড়ার সাথে ওড়না পেছিয়ে আত্মহত্য করে সোহাগ। খবর পেয়ে বাড়ির লোকজন সোহাগকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার এস আই মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সোহাগের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪৮:৩৬ ● ৬৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ