শৃঙ্খলা ফেরাতে এবার সড়কে নামলেন নারী পুলিশ সুপার

প্রথম পাতা » ঝালকাঠী » শৃঙ্খলা ফেরাতে এবার সড়কে নামলেন নারী পুলিশ সুপার
শনিবার ● ১৩ জুলাই ২০১৯


---

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥
ঝালকাঠিতে মোটর সাইকেলসহ যানবাহনের শৃঙ্খলা ফেরাতে হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ সকল প্রকার কাগজ সাথে রাখা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে দিনভর অভিযানে চালিয়েছে ঝালকাঠি জেলা পুলিশ। ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক আইন বাস্তবায়নের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা দেন তিনি। শনিবার সকালে ঝালকাঠি পেট্রোল পাম্প মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন নিজে উপস্থিত থেকে যানবাহনের কাগজ যাচাই বাছাই করেন। যাদের কাগজ ত্রুটিযুক্ত তাদেরকে মামলা এবং যাদের কাগজ ত্রুটিমুক্ত তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, ডিবি পুলিশ পরিদর্শক ইকবাল বাহার খান, সদর থানার ওসি শোনিত কুমার গাইন, ট্রাফিক ইন্সপেক্টর আল মামুন, হাবিবুর রহমান, আদিল আকবর, ট্রাফিক সার্জেন্ট শুভাশিষ দাস, শামসুদ্দিন, আতিক, মেহেদি হাসান, তরিকুল ইসলাম, সুজন, শহর পুলিশের উপপরিদর্শক তোতা মিয়া, শহর পুলিশের সহকারী উপপরিদর্শক তুষার মিত্রসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, এখন থেকে প্রতি শনিবার  ঝালকাঠি ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:৪৮:০৯ ● ৪৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ