কলাপাড়ায় হেলিপ্যাড মাঠের সড়কটি ভেঙ্গে গেছে

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় হেলিপ্যাড মাঠের সড়কটি ভেঙ্গে গেছে
শুক্রবার ● ১২ জুলাই ২০১৯


কলাপাড়ায় হেলিপ্যাড মাঠের সড়কটি ভেঙ্গে গেছে

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

একটু নির্মল বাতাসে হাটাচলা। বিনোদনের জন্য কিংবা ডাক্তারের পরামর্শে রোগীসহ সাধারণ নারী-পুরুষ সুস্বাস্থ্য রক্ষায় হাটতে যায় কলাপাড়া পৌরশহরের হেলিপ্যাড মাঠে। মাঠটির চারদিকে একটি সড়ক নির্মাণ করে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। ক্লান্তি আসলে বসতে, বিশ্রাম নিতে আন্ধারমানিক নদীর পাড় ঘেষে বেঞ্চি করে দিয়েছে। মোট কথা মানুষ সেখানে গিয়ে স্বস্তি ফিরে পায়। কিন্তু সেই চলাচলের সড়কটিও ভেঙ্গে ফেলা হয়েছে।
ভারি মালামালবাহী ট্রাক নদীপাড় থেকে মাল লোড করে মূল সড়কে ওঠার সময় রাস্তাটি দেবে গেছে। ওপরের ঢালাই ভেঙ্গে গেছে। মানুষের নির্বিঘেœ চলাচলের এই পথটুকুও নষ্ট করে দেয়া হয়েছে। এক শ্রেণির লোভী মানুষ এখন সমাজের সবক্ষেত্রে অসহনীয় হয়ে উঠেছে। এখন রাতের বেলা বয়ষ্ক মানুষদের হাঁটাচলা করতে ঝুঁকি বেড়েছে। ওই পয়েন্টে কোন ধরনের যান চলাচল বন্ধ করতে বিনোদনপ্রেমী কিংবা মুক্ত বাতাসে হাঁটাচলা করা মানুষের এটি প্রাণের দাবি। হ্যালিপ্যাড মাঠটির চারদিকের সড়কে মানুষ হাঁটাচলা করেন। বিকেল থেকে রাত ১০টা অবধি স্বাস্থ্য সুরক্ষায় মানুষ হাটেন। দৌড়ান। ব্যায়াম করেন। কিন্তু এ পরিবেশটিও অনুপযোগী করে দিচ্ছে একটি মহল। সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর হুমায়ুন কবির জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে শণাক্ত করেছেন কারা সড়কটি ভেঙ্গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন। পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেছেন, তিনি হ্যালিপ্যাড মাঠের চারদিকের সড়কটিতে যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা নিবেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৯:২১ ● ৩৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ