আমতলীতে লেখাপড়ায় বাঁধা, ক্ষোভে স্ত্রীর আত্মহত্যা!
প্রথম পাতা »
বরগুনা »
আমতলীতে লেখাপড়ায় বাঁধা, ক্ষোভে স্ত্রীর আত্মহত্যা!
আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
লেখাপড়া করতে বাঁধা দেয়ায় স্বামী কিরন চন্দ্র শীলের সাথে অভিমান করে বিয়ের তিন মাসের মাথায় স্ত্রী কেয়ামনি (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার গাজীপুর বন্দরে বৃহস্পতিবার রাতে।
জানাগেছে, উপজেলার গাজীপুর বন্দরের স্বর্গীয় কৃষ্ণ চন্দ্র শীলের কন্যা কেয়ামনি এ বছর এপ্রিল মাসে পার্শ্ববর্তী হলদিয়া ইউনিয়নের রাওঘা গ্রামের রবিন চন্দ্র শীলের ছেলে কিরন চন্দ্র শীলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে হয়। কেয়ামনি এ বছর গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। স্বামী কিরন চন্দ্র শীল স্ত্রী কেয়ামনিকে লেখাপড়া করাতে রাজি না। স্বামীকে না জানিয়ে গত মাসে বকুলনেছা মহিলা কলেজে ভর্তি হয় কেয়ামনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রী কেয়ামনি স্বামী কিরনের সাথে লেখাপড়ার বিষয় নিয়ে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়েছে বলে জানান দাদা হরিচরন শীল। এ ঘটনায় স্বামীর সাথে অভিমান করে ওইদিন রাত সাড়ে ৮ টার দিকে স্ত্রী কেয়ামনি দাদার বাড়ীর ঘরের বারান্দায় আড়াল সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। এ সময় ওই ঘরে কেউ ছিল না। ঘটনার ঘন্টাখানেক পরে দাদা হরিচরন শীল নাতনিকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যূ মামলা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ লাশের ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে।
নিহত কেয়ামনির দাদা হরিচরন শীল বলেন, আমার নাতনি এ বছর এসএসসি পরীক্ষা শেষে পার্শ্ববর্তী ইউনিয়নের কিরন নামের একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করেন। ওই ছেলে আমার নাতনিকে লেখাপড়া করাতে রাজি না । কিন্তু আমার নাতনি তাকে না জানিয়ে বকুলনেছা মহিলা কলেজে ভর্তি হয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় লেখাপড়ার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এতে স্বামীর সাথে অভিমান করে কেয়ামনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ১৮:২৯:৩৯ ●
৫৭৯ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)