বানারীপাড়ায় নির্মান শ্রমিক নিহত, আহত-১

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় নির্মান শ্রমিক নিহত, আহত-১
বুধবার ● ১০ জুলাই ২০১৯


বানারীপাড়ায় নির্মান শ্রমিক নিহত, আহত-১

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বানারীপাড়ায় বিদ্যুতের তারে জরিয়ে শহিদুল ইসলাম নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু ও এক জন আহত হয়েছে।

এ বিষয়ে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে পৌর শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও বন্দর বাজারের স্যানিটারী ব্যবসায়ী আলহাজ¦ মো. মোতালেব হোসেনের বাসভবনের ছাদ নির্মান কাজ চকালীন রড সাজানোর সময় পাশর্^বর্তী সড়কের বিদ্যুৎ লাইনের তারের ওপর পরলে সেখানে কর্মরত নির্মান শ্রমিক শহিদুল ইসলাম (৩০) ও শাহিন (২৫) বিদুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় সেখানে থাকা অপর শ্রমিকরা বিদ্যুৎ অফিসে মোবাইল ফোনের মাধ্যমে জানালে বিদ্যুৎ কর্মীরা তাৎক্ষনিক ভাবে পৌর শহরের বিদ্যুৎ লাইন বন্দ করে দেন। এ সময় নির্মান শ্রমিকরা গ্ররুতর আহত দু’শ্রমিককে দ্রুত উদ্ধার করে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার উম্মে সালমা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানের চিকিৎসকরা ওই দিন রাত পৌনে ৮টায় শহিদুল ইসলামকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পরীবারের লোক জনের কোন অভিযোগ না থাকায় ওই রাতেই তারা শহিদুলের লাশ শেবাচিম হাসপাতাল থেকে বরগুনার নিজ বাড়িতে নিয়ে যান। এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান বলেন, এ ব্যপারে পরীবারের কোন অভিযোগ না থাকায় ওই রাতেই তারা শেবাচিম হাসপাতাল থেকে শহিদুলের লাশ তাদের কাছে হস্তান্তর করেন।


জিএমআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৮:১২ ● ৯৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ