মঠবাড়িয়ায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রথম পাতা » পিরোজপুর » মঠবাড়িয়ায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
বুধবার ● ১০ জুলাই ২০১৯


মঠবাড়িয়ায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

মঠবাড়িয়ায় মেয়েকে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মহারাজ হাওলাদার (৫৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৯জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এসআই জাফর আহমেদ ও এএসআই আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ বাগেরহাট জেলার ফকিরহাটে অভিযান চালিয়ে বটতলা শ্মশান কালী মন্দির এলাকা থেকে মহারাজ হাওলাদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহারাজ হাওলাদার উপজেলার ছোট শিংগা গ্রামের আলী হোসেন হাওলাদারের ছেলে।
থানা সূত্রে জানাগেছে, ২০০৫ সালের নিজের মেয়ে জেসমিন আক্তার রিংকুকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালায় বাবা মহারাজ হাওলাদার। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে মেয়ে জেসমিন আক্তার রিংকুর নামে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে একটি বীমা করে মহারাজ হাওলাদার। পরে বীমার টাকার লোভে মহারাজ মেয়েকে গলা টিপে হত্যা করে। এরপর পুলিশ অপমৃত্যু মামলাটিকে হত্যা মামলায় রুপান্তর করে। এ হত্যা মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে ২০১৬ সালে পিরোজপুর জেলা দায়রা জজ আদালত মহারাজ হাওলাদারের অনুপস্থিতিতে তাকে মৃত্যুদন্ড প্রদান করেন। এরপর থেকে সে পলাতক ছিলো।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ্ জানান, গ্রেফতারকৃত মহারাজ হাওলাদারকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩৭:১১ ● ৪২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ