আ. লীগের বিরুদ্ধে লড়াই করতে হলে বিএনপিকে সংগঠিত করতে হবে: জয়নাল

প্রথম পাতা » রাজনীতি » আ. লীগের বিরুদ্ধে লড়াই করতে হলে বিএনপিকে সংগঠিত করতে হবে: জয়নাল
মঙ্গলবার ● ৯ জুলাই ২০১৯


বিএনপিকে সংগঠিত করতে হবে: জয়নাল

ঢাকা সাগরকন্যা অফিস॥

আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে হলে দলকে সংগঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। তিনি বলেন, খালেদা জিয়া ১৮ মাস ধরে জেলে আছেন। আর এই অবৈধ সরকার ৬ মাস ধরে ক্ষমতায়। এই ছয় মাসে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ছাড়া খালেদা জিয়ার মুক্তির জন্য আর কিছু কি দেখতে পেরেছেন?
মঙ্গলবার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী তরুণ দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দলকে ঐক্যবদ্ধ করে বিশেষ করে ছাত্রদলের কমিটি দিতে হবে। কোনও পকেট কমিটি দিয়ে নয়। ঐক্যবদ্ধ কমিটি দিয়ে সরকারের বিরুদ্ধে নামতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না। তিনি বলেন, আমি মনে করি এই সরকারকে পতন করতে হলে আন্দোলন করতে হবে। কোনও মানববন্ধন করে এই সরকারের পতন ঘটানো যাবে না। কারণ এই সরকার জেনে গেছে রাজনীতির কৌশলগতভাবে বিএনপিকে এক ধমক দিলে তারা ঘরে ফিরে যাবে, রাস্তায় নামবে না। আমি আশ্বস্ত করে বলতে পারি,এখনও আওয়ামী লীগের চেয়ে এবং অন্যান্য দলের চেয়ে তৃণমূলে ৪০০ গুণ বেশি বিএনপি’র কর্মী আছে। আয়োজক সংগঠনের সভাপতি এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন সাবু, নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন,কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

 এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪২:২৩ ● ৩৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ