কলাপাড়ায় ফেন্ডশীপের প্রকল্প পরিচিতি সভা

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় ফেন্ডশীপের প্রকল্প পরিচিতি সভা
মঙ্গলবার ● ৯ জুলাই ২০১৯


কলাপাড়ায় ফেন্ডশীপের প্রকল্প পরিচিতি সভা

কলাপাড়া (পটুয়াখালি) সাগরকন্যা অফিস॥

স্ট্রেনথিং কমিউনিটি বেইজড রিপ্রডাকটিভ ম্যাটারনাল নিও ন্যাটাল এন্ড চাইল্ড হেল্থ সার্ভিস ইন রিমোট রিজিওন্স অব বাংলাদেশ শীর্ষক প্রকল্পের পরিচিতি সভা কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টায় অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, শাহিনা পারভিন, সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ। বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপ আয়োজিত গ্রান্ড চ্যালেঞ্জেস ক্যানাডা’র সহযোগিতায় পরিচিতি সভায় প্রকল্পের কার্যক্রম পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন আবুল হোসেন। অন্যান্যের মধ্যে ফ্রেইন্ডশীপ এর প্রকল্প সমন্বয়ক সাঈদুর রহমান বক্তব্য রাখেন। প্রকল্পের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হয় এ পরিচিতি সভায়।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৯:১৭ ● ৪৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ