কাউখালীতে ইউপি চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থীসহ দু’জনের মনোনয়ন প্রত্যাহার

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ইউপি চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থীসহ দু’জনের মনোনয়ন প্রত্যাহার
মঙ্গলবার ● ৯ জুলাই ২০১৯


কাউখালীতে ইউপি চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থীসহ দু’জনের মনোনয়ন প্রত্যাহার

কাউখালী(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী কাজী রফিকুল ইসলাম মিরন ও স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান ফকির তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমানের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তাঁরা। নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে ৩০জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামীলীগের প্রার্থী কাজী রফিকুল ইসলাম মিরনসহ ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

বৈধ প্রার্থী ছিলেন ছয়জন। দুইজন মনোনয়নপত্র প্রত্যাহার করায় প্রার্থী থাকল চারজন। তাঁরা হলেন এলিজা সাঈদ (জাতীয় পার্টি জেপি),নজরুল ইসলাম(স¦তন্ত্র),গিয়াস উদ্দিন পলাশ(স্বতন্ত্র), এইচ,এম,আরকে খোকন(স্বতন্ত্র)।

উল্লেখ্য,সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান জেপি নেতা আবু সাঈদ মিঞা মনু পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়। এ কারনে পদটি শূন্য হয়।আগামী ২৫ জুলাই ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৮:৩৪ ● ৩৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ