পিরোজপুরের গুলিসাখালী বাজারে অগ্নিকান্ডে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, অগ্নিদগ্ধ-১

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরের গুলিসাখালী বাজারে অগ্নিকান্ডে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, অগ্নিদগ্ধ-১
শনিবার ● ৬ জুলাই ২০১৯


পিরোজপুরের গুলিসাখালী বাজারে অগ্নিকান্ডে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, অগ্নিদগ্ধ-১

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের মঠবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার গুলিসাখালী ইউনিয়ন বাস স্টান্ড- বাজারে অগ্নিকান্ডে ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় জ্বালানী তেল ব্যবসায়ি মল্লিক স্টোর এর মালিক জাহাঙ্গীর আলম মল্লিক (৪৩) অগ্নিদগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছেন।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার গুলিসাখালী ইউনিয়ন বাস স্টান্ড- বাজারের  পশ্চিম গলির জ¦ালানী তেলের মল্লিক স্টোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তে তেলের ড্রামে আগুন লেগে তা পাশর্^বর্তী দোকানপাটে ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি জা¦লানী তেলের দোকান, একটি ওয়ার্কশপ, মোটর গ্যারেজ, চারটি চায়ের দোকান , ও দুইটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়। আগুন নেভাতে গিয়ে স্থানীয় ব্যবসায়ি জাহাঙ্গীর আলম মল্লিক অগ্নিদগ্ধ হয়ে গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।  পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলে হাসপাতালে স্থানান্তর করে। গুলিসাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা ভাড়াটে দোকানে ব্যবসা করে আসছিলেন। এ অগ্নিকান্ডে- নি:স্ব হয়ে তারা পথে বসেছেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের পুণঃবাসনের ব্যবস্থা নেওয়া হবে। মঠবাড়িয়া ফায়ার স্টেশন দায়িত্বরত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। পরে জ¦ালানী তেলের দোকান থেকে তা ছড়িয়ে পড়ে।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৪:৪৫ ● ৪৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ