ফেনীতে ১৯ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে ১৯ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক
বুধবার ● ১৬ জানুয়ারী ২০১৯


---

সাগরকন্যা ফেনী প্রতিনিধি॥
ফেনীর সদর উপজেলায় ১৯ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটককের কথা জানিয়েছে র‌্যাব। গত মঙ্গলবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান। এরা হলো- মাহফুজ আহমেদ ও গোলাম মোর্শেদ। শাফায়াত বলেন, গোপনে খবর পেয়ে লালপোল এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেলে তেলের ট্যাংকের মধ্যে থেকে ১৯ হাজার ইয়াবা উদ্ধার করে র‌্যাব। পরে ওই ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৯৫ লাখ টাকা বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান। তিনি বলেন, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে উদ্ধারকরা ইয়াবাসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫৯:১৫ ● ৬৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ