ফুলবাড়ীতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট

প্রথম পাতা » রংপুর » ফুলবাড়ীতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট
সোমবার ● ১ জুলাই ২০১৯


ফুলবাড়ীতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট

দিনাজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারী কোষাগার থেকে শতভাগ বেতন প্রদানের দাবীতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ।
পৌরসভা সার্ভিস (কর্মকর্তা-কর্মচারী) এসোসিয়েশনের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১জুন) সকাল ৯ টা থেকে বিকাল ৫টা প্রর্যন্ত পৌরসভার প্রধান ফটকে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।

পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ফুলবাড়ী শাখার সভাপতি (কর নিদ্ধারক) শহিদুল ইসলামের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারন সম্পাদক (প্রধান করআদায়কারী) আব্দুর রশিদ এর সঞ্চলনায় বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সহকারী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন। প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গির আলম, এসোসিয়েশনের সহ-সাধারন সম্পাদক শেখ সাহার আলী মতি, লাইসেন্স পরিদর্শক পরিমল চন্দ্র প্রমুখ।

বক্তগণ বলেন তারা সরকারের উন্নায়ন কর্মকান্ড বাস্তবায়নের জন্য্র সরকারী বিধি অনুযায়ী চাকুরী করলেও সরকার থেকে কোন বেতন ভাতা পান না। পৌরসভার রাজস্ব্য দ্বারা বেতন ভাতা নেয়ায় কখনো বেতন পান কখনো পাননা। তারা বলেন গত ৫ মাস থেকে ফুলবাড়ী পৌর মেয়র তাদের বেতন দেয়নি, এখন তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জিবন যাপন করছেন। এজন্য তারা সরকারী কোষাগার থেকে বেতন ভাতা ও অবসরভাতা পরিশোধের দাবী জানান।

এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৩:৪৯ ● ৪১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ