বানারীপাড়ায় স্কুল ছাত্রী অপহরণ মামলায় গ্রেফতার ১

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় স্কুল ছাত্রী অপহরণ মামলায় গ্রেফতার ১
শনিবার ● ১৫ জুন ২০১৯


---

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বানারীপাড়ায় স্কুল ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী রাসেল তালুতদারের পিতা মো. কালাম তালুকদারকে গ্রেফতার করে কোর্টহাজতে পাঠিয়েছে পুলিশ। শনিবার সকালে অপহ্নিতা স্কুল ছাত্রীর বাবা ও গাভা এলাকার মাছ ব্যবসায়ী অমূল্য দেউরী বাদী হয়ে একই পরীবারের তিন জনকে নামীয় ও ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে থানায় এ মামলা দায়ের করার পর পুলিশ ওই এলাকার অপহরণকারী রেন্টেকার চালক মো. রাসেল তালুকদার (২২)’র পিতা ও এজাহার নামীয় ২নং আসামী মা.কালাম তালুকদার (৫৫)কে গ্রেফতার করে কোর্ট হাজতে পাঠায়। এছাড়াও ওই মামলার প্রধান আসামী রাসেল ও তার মা তানিয়া বেগম পলাতক রয়েছে বলে ওসি (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানায়। এ বিষয়ে ওসি (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, ৯ জুন সকালে উপজেলার গাভা গ্রামের রেন্টেকার চালক মো. রাসেল তালুকদার তার সহোযোগীদের সহায়তায় গাভা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জয়া দেউরী (১৪) কে অপহরণ করে অন্যত্র নিয়ে যায়। এ ঘটনায় শনিবার সকালে জয়া দেউরীর পিতা বাদী হয়ে তিন জনকে নামীয় ও ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই দেলোয়ার হোসেন ওই দিনই এজাহার নামীয় ২নং আসামীকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেন। এ বিষয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা গামের  রেন্টেকার চালক রাসেল তালুকদারের সাথে দীর্ঘ দিন ধরে জয়া দেঊরীর প্রেমের প্রণয় চলে আসছিল। এ সম্পর্কের সূত্র ধরে ৯ জুন সকালে তারা এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায় বলে থানা হাজতে থাকা রাসেলের পিতা কালাম তালুকদার জানায়। সে আরও জানায় এর আগেও তারা অন্যত্র পাপলিয়ে যাওয়ার ৫/৬ দিন পর বাড়ি ফিরে আসে। অপরদিকে জয়া দেউরীর বাবা অমূল্য দেউরী থানা পুলিশ ও সংবাদকর্মীদের জানান, তার মেয়ে যদি ধর্মান্তরীত হয় সেক্ষেত্রে তিনি এলাকায় নিন্দনীয় হবেন। তিনি যাতে এলাকায় নিন্দনীয় না হন, সে বিষয়ে সকলের সহযোগীতা চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩:২৯:১১ ● ৫২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ