বাউফলে সিনেমা স্টাইলে যুবকের ওপর হামলা

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে সিনেমা স্টাইলে যুবকের ওপর হামলা
বুধবার ● ১২ জুন ২০১৯


বাউফলে সিনেমা স্টাইলে যুবকের ওপর হামলা

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

প্রকাশ্য রাস্তায় এক যুব লীগ নেতাকে সিনেমা স্টাইলে নির্যাতন করেছেন এক বিএনপি নেতার ভাইর ছেলে। নির্যাতিত ওই যুব লীগ নেতার নাম সুজন মীর। বাবার নাম বাদশা মীর। উপজেলার কনকদিয়া ইউনিয়নের হোগলা গ্রামে তার বাড়ি। আহত সুজনকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ জুন) দুপুরে পৌর শহরে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ঘটনার দিন দুপুর ১২ টার দিকে কনকদিয়া ইউনিয়ন যুব লীগের ত্রান বিষয়ক সম্পাদক সুজন মীর একই ইউনিয়নের কম্বুখালী গ্রাম থেকে মনির ও আনিচ নামের দুই ব্যক্তিকে নিয়ে বাউফল সাব রেজিস্ট্রি অফিসে আসেন। ওই অফিসে কাজ শেষ করে তারা মটর বাইকযোগে চলে যাওয়ার সময় চালক সুজর মীর সামনে কয়েকজন মানুষ দেখে হর্ণ বাজান। এতে ক্ষুদ্ধ হন পৌর বিএনপির সাধারন সম্পাদক ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ন কবিরের ভাতিজা রাকিব । তিনি সুজন মীরকে এলাপাড়ি ভাবে কিল ঘুষি মারেন। অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা হুমায়ন কবির বলেন, তর্ক বির্তকের এক পর্যায়ে বাইক চালক সুজর মীর তার ভাইর ছেলে রাকিবকে চাবির রিং দিয়ে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। এ ঘটনার পর যুব লীগ নেতা সুজন মীর তার সাথের দুই ব্যক্তিকে নিয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের পরিষদের বাসায় যাওয়ার পথে নিরাময় ডায়গনস্টিক সেন্টারের সমানে ওই বিএনপি নেতার ভাই ছেলে রাকিবসহ কয়েকজন পুনরায় তাদের মটর বাইকের গতি রোধ করে হামলা চালায় । এর মধ্যে মনির ও আনিচ দৌঁড়ে আত্মরক্ষা করলেও যুব লীগ নেতা সুজন মীরকে তারা বেধরক পিটিয়ে জখম করে। এক পর্যায়ে তারা সুজন মীরকে একটি অটো গাড়ির ভিতরে তুলে হাসপাতালের সামনে নিয়ে মারধর করেন। ওই সময় সুজন মীর জীবন বাচাঁতে দৌঁড়ে হাসপাতালে ভিতওে ডুকলে রাকিবসহ অন্যান্যরা হাসপাতালের ভিতরে ডুকে আবারও মারধর করেন। এসময় হাসপাতালে আগন্তুকদেও মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যুব লীগ নেতা রাকিব জানান, তারা একটি জমির রেজিস্ট্রি করতে এসে ছিলেন। মারধরের সময় রাকিব জমি বিক্রির ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২০:৩৫ ● ৪১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ