কলাপাড়ায় ফেস্টুন ছেড়ার ঘটনায় থানায় জিডি

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় ফেস্টুন ছেড়ার ঘটনায় থানায় জিডি
শনিবার ● ৮ জুন ২০১৯


কলাপাড়ায় ফেস্টুন ছেড়ার ঘটনায় থানায় জিডি

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

ঈদের শুভেচ্ছা জানিয়ে উপজেলার বিভিন্ন স্থানে ও পৌর শহরে লাগানো অসংখ্য ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার ঘটনায় কলাপাড়া থানায় সাারণ ডায়রি করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান এবং কলাপাড়া পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার।
শনিবার (৮ জুন) তারা দু’জনে সাাধারণ ডায়রি করেছেন। জিডিতে তারা এ ঘটনার জন্য একদল সন্ত্রাসীদের দায়ী করেছেন। কিন্তু কারও নাম উল্লেখ করেননি। ঈদে বিভিন্ন দর্শনীয় স্পটে টাঙানো ফেস্টুন, ব্যানার ঈদের একদিন আগে থেকেই ছিড়ে ফেলা হয় বলেও জিডিতে দাবি করা হয়েছে। দলের মধ্যে ঐক্য নষ্ট করতে এটি একটি ষড়যন্ত্র বলেও উপজেলা চেয়ারম্যান মনে করেন। মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বিষয়টি তদন্ত কর আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। এনিয়ে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের বিরূপ প্রভাব দেখা দিয়েছে। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, জিডির বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৫:৫৬ ● ৪৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ