আমতলীতে দুই কিশোরকে কুপিয়ে জখম

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে দুই কিশোরকে কুপিয়ে জখম
শুক্রবার ● ৭ জুন ২০১৯


আমতলীতে দুই কিশোরকে কুপিয়ে জখম

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলার গোজখালী গ্রামের দুই ভাই শিহাব উদ্দিন সজিব ও মেহেদীকে সন্ত্রাসীরা কুপিয়ে ও লোহার বড় দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। আহত দুই কিশোরকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার রাতে।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার গোজখালী গ্রামের দুই চাচাতো ভাই শিহাব উদ্দিন সজিব ও মেহেদী বুধবার রাত সাড়ে ৮ টার দিকে গোছখালী বাজার থেকে বাড়ী যাচ্ছিল। পথিমধ্যে ধোপাবাড়ীর সামনে ওত পেতে থাকা সন্ত্রাসী জসিম, হারুন, মামুন, ফারুক, সুজন, জুয়েল, পারভেজ, আল-আমিন ও সাইফুল পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র ও লোহার বড় দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এতে শিহাবেব গলায়, হাত,মুখমন্ডল, দাত ও হাটুতে গুরুতর জখম হয়। ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে শিহাব ও মেহেদীকে উদ্ধার করে স্বজনদের খবর দেয়। স্বজনরা তাদের দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য সন্ত্রাসী জসিম তার ঘর ভাংচুর করে মা গোলচেহারাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় মেহেদীর বাবা হানিফ দফাদার ও জসিমের ভাই আরিফুল ইসলাম আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ১০-১২ জন সন্ত্রাসী শিহাব ও মেহেদীকে মারধর করতেছিল। আমরা জিজ্ঞাসা করলে সন্ত্রাসীরা জানায় সাপ পিটাচ্ছি, আপনারা দ্রুত চলে যান। পরে সন্ত্রাসীরা ওদের মারধর করে ফেলে রেখে চলে যায়।
আহত শিহাব উদ্দিন সজিব জানান, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে গোছখালী বাজার থেকে বাড়ী ফিরতেছিলাম, পথিমধ্যে ওত পেতে থাকা সন্ত্রাসী জসিম, হারুন, মামুন, ফারুক, সুজন, জুয়েল, পারভেজ, আল-আমিন ও সাইফুল ধারালো অস্ত্র ও লোহার বড় দিয়ে আমাদেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে।
আমতলী থানার এসআই ইমন ও আমিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে শিহাব ও মেহেদীকে মারধরের সত্যতা পেয়েছি। অপর পক্ষের অভিযোগের কোন সত্যতা পাইনি।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অনিন্দ্র দাশ গুপ্ত বলেন, শিহাবের গলায়, হাত,মুখমন্ডল, দাত ও হাটুসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৮:০৪ ● ৪০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ