রাঙ্গাবালীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

প্রথম পাতা » সর্বশেষ » রাঙ্গাবালীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০
শুক্রবার ● ৭ জুন ২০১৯


রাঙ্গাবালীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা নির্বাচনী প্রচারনাকালে আওয়ামী লীগের নৌকার প্রার্থীর সমর্থক ও  স্বতন্ত্র দোয়ত-কলম প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার  ঘটনা ঘটেছে।  এ ঘটনায়  উভয় পক্ষের অন্তত ১০ জন সমর্থক আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার  বড় বাইশদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া বাজারে এই  ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, বিকালে তক্তাবুনিয়া বাজারে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. দেলোয়ার হোসেনের নৌকার সমর্থনে ভোট চেয়ে সভা করে  প্রচারনা শুরু করে নৌকার সমর্থকরা।  সভায়  প্রার্থী দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। সভা শেষে নৌকার পক্ষে গণ সংযোগ শুরু হয়। পরে বিকেল সাড়ে ৫ টার দিকে স্বতন্ত্র প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহম্মেদের দোয়াত কলমের পক্ষে একটি মিছিল  বের করে সমর্থকরা । এক পর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পৃথক হামলায়  নৌকা ও দোয়াত কলমের অতন্ত ১০ জণ সমর্থক আহত হয়।এছাড়া দোয়াত-কলমের নির্বাচনী কার্যলয়ের মধ্যে ভাংচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে।  দোয়াত কলম প্রতীকের প্রার্থী  ডাঃ জহির উদ্দিন বলেন, নৌকার প্রাথী লোকজন তার নির্বাচনী অফিসের  মাইক ও চেয়ার টেবিল ভাংচুর করে।  একই সঙ্গে  তার  অন্তত ৭- ৮ জন  সমর্থক উপর হামলা চালানো হয় । তিনি এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
এদিকে নৌকার প্রার্থী মো, দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, দোয়াত কলমের কোন আফিসই তক্তাবুনিয়া বাজারে  নাই। তাই ভাংচুরের কোন প্রশ্নই আসেনা। দুই পক্ষ মুখোমুখি হওয়ায় একটু উত্তেজনা হয়েছিল।পরে দোয়াত কলমের লোকজন আমার কয়েকজন সর্মথকের উপর হামলা করে আহত করেছে। রাঙ্গাবালী থানার ওসি মো. আলী আহমেদ বলেন, পরিস্থিতি এখন শান্ত।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, পরবর্তীতে  কোন ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে এর লক্ষ্যে শুক্রবার দুপুরে  প্রার্থীদের নিয়ে সভা করা হয়েছে। প্রার্থীরাও নির্বাচনে পরিস্থিতি শান্ত রাখার ব্যাপারে একমত পোষন কনেরছেন।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৩:১২ ● ৩৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ