দুমকিতে শপিং ব্যাগে নবজাতক শিশু উদ্ধার

প্রথম পাতা » সর্বশেষ » দুমকিতে শপিং ব্যাগে নবজাতক শিশু উদ্ধার
শুক্রবার ● ৭ জুন ২০১৯


দুমকিতে শপিং ব্যাগে নবজাতক শিশু উদ্ধার

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে রাস্তার পার্শ্বের ঝোপের মধ্যে ফেলে রাখা শপিং ব্যাগে একটি নবজাতক শিশু উদ্ধার হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগের দিন মঙ্গলবার ভোরে জনৈক সোহরাব গাজী ক্ষেতের কাজে  রাস্তা দিয়ে যাওয়ার সময় নবজাতক শিশুটির কান্না শুনে ঝোপের মধ্যে থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারকৃত নবজাতক শিশুটি বাড়িতে নিয়ে সোহরাব গাজী দম্পতি সেবা শুশ্রুষা করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাদশাবাড়ী এলাকায়। উদ্ধারকারী সোহরাব গাজী জানান, নিত্যদিনের মতো ভোরবেলা ক্ষেতের কাজের উদ্দেশ্যে ওই পথ দিয়ে যাওয়ার সময় ঝোপের মধ্যে নবজাতক শিশুর কান্না শুনে তিনি থমকে দাড়ান। আশপাশে কোন লোকজন দেখতে না পেয়ে কান্নার সুত্র খুঁজতে ঝোপের মধ্যে নজর দেন। এসময় একটি শপিং ব্যাগে নড়াচড়া ও কান্নার শব্দ আঁচ করতে পেয়ে ব্যাগটি তুলে নবজাতক শিশুটিকে দেখতে পান। জীবন্ত নবজাতক শিশুটিকে পিপড়ায় ধরেছিল। তবে নবজাতক শিশুটির বাবা-মায়ের কোন হসিদ মেলেনি। তাই সোহরাব গাজীর স্ত্রী নূরজাহান বেগম শিশুটির লালন-পালন করছেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবরটি শুনেছি, তবে এখন পর্যন্ত নবজাতকের মা-বাবাকে সনাক্ত করা যায়নি।

এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪১:৩৪ ● ৩৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ