কলাপাড়ায় ২৫ দরিদ্র পরিবারে ঈদের নতুন পোষাক

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় ২৫ দরিদ্র পরিবারে ঈদের নতুন পোষাক
সোমবার ● ৩ জুন ২০১৯


কলাপাড়ায় ২৫ দরিদ্র পরিবারে ঈদের নতুন পোষাক

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

ওরা “একটু হাসির জন্য” সংগঠনের উদ্যোগে ২৫ দরিদ্র পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসল। সবাই খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। বাড়ি থেকে বাবা-মায়ের দেয়া রিক্সা ভাড়া কিংবা টিফিনের টাকা জমিয়ে ঈদের একদিন আগে ঈদের নতুন জামা বিতরণ করে কাঙ্খিত স্বপ্ন পুরন করল।
সোমবার (৩ জুন) শেষ বিকেলে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এসে দরিদ্র মানুষের হাতে নিজেরাই তুলে দিল একটি করে নতুন জামা, লুঙ্গি কিংবা পাঞ্জাবি। দরিদ্র মানুষগুলো পেয়ে যেমন হাসছে ঈদের খুসিতে, তেমনি খুশি সংগঠনের কিশোর সদস্যরা। সংগঠক সৈয়দা জায়না আহম্মেদ জানায়, মানুষের মুখে একটু হাসির জন্য তাদের এ চেষ্টা অব্যাহত থাকবে। সবার আগে দরকার উদ্যোগ-এমন দাবি তার।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫৪:১৮ ● ৩৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ