দেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতে চলছে: তোফায়েল

প্রথম পাতা » রাজনীতি » দেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতে চলছে: তোফায়েল
শনিবার ● ১ জুন ২০১৯


দেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতে চলছে: তোফায়েল

ভোলা সাগরকন্যা প্রতিনিধি॥

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, দেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতে চলছে। আগে গরীব মানুষ থাকলেও এখন আর সেই অবস্থা নেই। এবছর বাজেটে ৯৩ লাখ মানুষকে সামাজিকখাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং, মানুষের অবস্থা আগের থেকে এখন অনেক ভালো।
শনিবার (১ জুন) দুপুরে ভোলা সদরের ওবায়দুল হক কলেজ মাঠে গরীব ও দুস্থদের মধ্যে ঈদবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দারিদ্র্য বিমোচন কমিয়ে আনা হয়েছে। আগে যেখানে দারিদ্র্যের সংখ্যা ছিল শতকরা ৪৪ জন, সেটা কমে ২০/২১ জন হয়েছে। একই সঙ্গে হতদরিদ্রের সংখ্যাও কমে শতকরা ১১ জন হয়েছে।
বিএনপির কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনে হেরে বিএনপির এখন করুণ অবস্থা। তারা বিগত সময়ে নির্বাচনে না এসে ভুল করেছে। এবার নির্বাচনে এলেও মনোনয়নপত্র বাণিজ্যের কারণে হেরেছে।
ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভাইস-চেয়ারম্যান মো. ইউনুস, ডা. তাসলিমা আক্তার মুন্নিসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৫:২০ ● ৪৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ