ঈদযাত্রার শুরুতেই চরম দুর্ভোগ, অভিযোগ রিজভীর

প্রথম পাতা » রাজনীতি » ঈদযাত্রার শুরুতেই চরম দুর্ভোগ, অভিযোগ রিজভীর
শনিবার ● ১ জুন ২০১৯


ঈদযাত্রার শুরুতেই চরম দুর্ভোগ, অভিযোগ রিজভী

ঢাকা সাগরকন্যা অফিস॥

ঈদযাত্রার শুরুতেই যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি নেতা বলেন, লঞ্চযাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। বাস যাত্রীদের কাছ থেকেও আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। ঈদযাত্রার শুরুতেই চরম দুর্ভোগে পড়েছে মানুষ। কথায় আছে- কয়লা ধুলেও ময়লা যায় না, আওয়ামী লীগের নেতাদের অবস্থাও তাই।
শনিবার (১ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুহুল কবির রিজভী। গত বৃহস্পতিবার বিকেল থেকেই রাজধানী ছাড়তে শুরু করে অনেক মানুষ।
শুক্রবার বন্ধের দিন থাকায় সেদিন অনেক মানুষ রাজধানী ছেড়ে গ্রামের বাড়ির দিকে রওনা দেন। কিছুকিছু যাত্রীরা ট্রেন বিলম্বের অভিযোগ করেছেন। এজন্য রেলপথ মন্ত্রী দুঃখও প্রকাশ করেছেন যাত্রীদের কাছে। তবে সড়ক ও নৌপথে যাত্রীরা আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবার ঈদে যাত্রীদের দুর্ভোগ হবে না। সড়ক মহাসড়কের অবস্থা ভালো, তবে সড়কে শৃঙ্খলা নেই।
তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সড়কের অবস্থা সবচেয়ে ভালো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য ‘জনগণের সঙ্গে চরম রসিকতা’ উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সড়ক ব্যবস্থা এতটাই ভালো যে, শুধু ঢাকার অদূরে গাজীপুর যেতে সময় লাগে কমপক্ষে চার থেকে পাঁচ ঘণ্টা। উত্তরাঞ্চলের অবস্থা আরো নাজুক।
রিজভী আরো বলেন, ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে উত্তরের জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ যে, উত্তরাঞ্চলের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে। ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা-খুলনা মহাসড়ক, ঢাকা-কুষ্টিয়াসহ দেশের সব সড়ক মহাসড়কগুলোতে বেহাল অবস্থা বিরাজ করছে। সড়কের বেহাল দশার কারণে ঈদে ঘরমুখী মানুষ ঝুঁকছে ট্রেনের দিকে।
শুক্রবার শুরুর দিনে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। সকালের ট্রেন বিকেলেও পাওয়া যায়নি। রেলমন্ত্রী এজন্য জাতির কাছে দুঃখ প্রকাশও করেছেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা প্রস্তুত হচ্ছেন বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে। এই পবিত্র মাহে রমজানে চরম অসুস্থ অবস্থায় প্রিজন সেলে দিনাতিপাত করছেন তিনি। সম্পূর্ণরূপে জুলুম করে খালেদা জিয়াকে কারাবন্দি করা হলেও দেশের মানুষের প্রত্যাশা ছিল মিডনাইট ভোটের সরকার দেশনেত্রীকে ঈদের আগেই মুক্তি দেবে। বিএনপির এই নেতা আরো বলেন, আওয়ামী লীগ অত্যন্ত সচেতন ও সু-চতুরভাবে নীলনকশা অনুযায়ী বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। তারা লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, গ্রেফতার করেছে, খুন করেছে, অনেককে গুম করে দিয়েছে। আমাদের রাজনৈতিক কর্মকা-ে বাধা দিচ্ছে। আইন আদালতকে কুক্ষিগত করে জামিন ও রায়ে প্রভাব বিস্তার করছে। সবদিক দিয়ে আমাদের কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে।
রিজভী জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির তৃণমূল পর্যায়ের কমিটিগুলো কাউন্সিলের মাধ্যমে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে সুপরিকল্পিত ও দূরদর্শী সিদ্ধান্তে দল পরিচালনা করছেন। তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছেন। জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন। তাদের যৌক্তিক পরামর্শ গ্রহণ করে বিভিন্ন জেলা-উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটিগুলো গঠনতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম তত্ত্বাবধান করছেন।
সারাদেশে কাউন্সিলের প্রস্তুতির খবর দিয়ে রিজভী বলেন, তারেক রহমানের সুনিপুণ নির্দেশনায় সাংগঠনিক কর্মকা-ে এসেছে নতুন গতি। প্রাণাবেগে উজ্জীবিত হয়ে উঠেছে নেতা-কর্মীরা। দলে সৃষ্টি হচ্ছে ইস্পাত কঠিন সুদৃঢ় ঐক্য। সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শাহিদা রফিক, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান, জাহানারা বেগম উপস্থিত ছিলেন।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০০:১৪ ● ৫০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ