দশমিনায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে জেলে নিহত

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে জেলে নিহত
শনিবার ● ১ জুন ২০১৯


দশমিনায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে জেলে নিহত

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা ঢাকা যাওয়া রাসেল প্লাস লঞ্চের ধাক্কায় ডুবে যায়। এতে মোঃ আবু সিকদার (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) দুপুর সোয়া ২টার সময় উপজেলার আউলিয়াপুর  লঞ্চঘাট এলাকায় তেঁতুলিয়া নদীতে এ দূর্ঘটনা ঘটে। মৃত জেলের বাড়ি রণগোপালদী ইউনিয়নের চরঘুনি গ্রামে।
প্রত্যক্ষদশীৃ সূত্রে জানা গেছে, উপজেলার রনগোপলদি ইউনিয়নের চরঘূনি গ্রামের দলিল উদ্দিন সিকদারের ছেলে মো: আবু সিকদার একই ইউনিয়নের আউলিয়াপূর লঞ্চঘাট এলাকায় ট্রলারে মাছ ধরছিলেন। এ সময় ঢাকা-রাঙ্গাবালী নৌ-রুটের এমভি রাসেল প্লাস লঞ্চটি আউলিয়াপূর লঞ্চঘাটে যাত্রী ওঠা-নামার পর পিছনের দিকে চালিয়ে ফিরে যাচ্ছিলেন। লঞ্চের পিছনে জাল ফেলেরাখারা মো: আবু সিকদারের ট্রলারটির উপরে লঞ্চের ধাক্কা গেলে মাছধরার ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলার ডুবে গিয়ে লঞ্চের পাখার সাথে লেগে  আবু সিকদারের শরির ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার ওসি এস এম জালাল উদ্দিন জানান, লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। দশমিনা  থানা ও নৌ-পুলিশ অনেক চেষ্টা করে লঞ্চটি সনাক্ত করতে সক্ষম হয়।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৫:১০ ● ৭৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ