পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে আটক ৪৫

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে আটক ৪৫
শুক্রবার ● ৩১ মে ২০১৯


পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে আটক আটক-৪৫

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অসদুপায় অবলম্বন ও বিভিন্ন ডিভাইস ব্যবহারের অভিযোগে জেলা প্রশাসক কার্যালয়ের দুই পিয়ন, ৯জন নারী পরীক্ষার্থীসহ ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) সকালে পটুয়াখালী শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রসহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে এবং পরে এদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের পিয়ন দিপু শিকদার ও সাইফুল ইসলামসহ ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বাকী ৩৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষটি সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রশ্নপত্র, মোবাইল ফোনের বিভিন্ন ডিভাইস ব্যবহারসহ সরবরাহ করা উত্তরপত্র উদ্ধার করা হয়। পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে কারা কারা জড়িত রয়েছে পুলিশের তদন্তে তা বেরিয়ে আসবে বলেও জানান তিনি।
তবে ৩৩ জনকে গ্রেপ্তার করা হলেও তদন্তের স্বার্থে তাদের নাম এবং পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এনিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৮:৪৮ ● ৫৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ