ক্ষতিগ্রস্থ ৮১ পরিবার পেল গৃহ সংস্করে নগদ অর্থ সহায়তা

প্রথম পাতা » সর্বশেষ » ক্ষতিগ্রস্থ ৮১ পরিবার পেল গৃহ সংস্করে নগদ অর্থ সহায়তা
শুক্রবার ● ৩১ মে ২০১৯


ক্ষতিগ্রস্থ ৮১ পরিবার পেল গৃহ সংস্করে নগদ অর্থ সহায়তা

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

ঘূর্নিঝড় ফনির আঘাতে বিধ্বস্ত ঘর মেরামতের সহায়তা পেল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তিনটি ইউনিয়নের আসহায়, প্রান্তিক ৮১টি পরিবার।
আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা ক্রীস্টান এইডের আর্থিক সহযোগিতায় উন্নয়ন সংস্থা আভাসেরর উদ্যোগে প্রতি পরিবারে ১৪ হাজার চারশ’ টাকা করে প্রদান করেছে। চম্পাপুর, লালুয়া ও ডালবুগঞ্জ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকে এ সহায়তা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার এসব পরিবারের হাতে নগদ এ অর্থ সহায়তা তুলে দেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুল আহসান। আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন, রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, কৃষকলীগের কলাপাড়া শাখার সভাপতি আখতাউর রহমান হারুন, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার প্রমুখ।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২১:৪৫ ● ৪৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ