মহিপুর ইউপি’র চেয়ারম্যানসহ তিন মেম্বারের বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » সর্বশেষ » মহিপুর ইউপি’র চেয়ারম্যানসহ তিন মেম্বারের বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার ● ৩০ মে ২০১৯


মহিপুর ইউপি’র চেয়ারম্যানসহ তিন মেম্বারের বিরুদ্ধে মামলা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

প্রতারণার মাধ্যমে জেলেদের ভিজিএফএর পাঁচ লাখ টাকার চাল আত্মসাতের অভিযোগ এনে মহিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম আকন, ইউপি মেম্বার মামুন হাওলাদার, শামসুল আলম ও আব্দুস সোবাহানকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে।
কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মহিপুরের বাসিন্দা শাহআলম হাওলাদার বৃহস্পতিবার (৩০ মে) এ মামলাটি করেছেন। মামলায় বলা হয়েছে, ২০১৮-২০১৯ সালের মৎস্য ভিজিএফ এর তালিকাভুক্ত ৬৯৫ জন জেলের মধ্যে বহু নাম রয়েছে যারা এলাকায় আদৌ বাস করেন না। প্রকৃত জেলেদের বঞ্চিত করে ভুয়া নাম অন্তর্ভুক্ত করা হয়। এমনকি মৃত ব্যক্তিদের নামও রয়েছে তালিকায়। এভাবে প্রায় পাঁচ লাখ টাকার চাল আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এছাড়া কার্ড প্রতি ১২০ কেজি চালের বিপরীতে এক হাজার টাকা হাতিয়ে নেয়ার কথাও মামলায় বলা হয়েছে। বিজ্ঞ আদালত মহিপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। অপরদিকে ২৯ মে মেম্বার মামুন হাওলাদার একই আদালতে ৩০ বস্তা চাল ছিনিয়ে নেয়ার অভিযোগ এনে সেরাজপুর গ্রামের বাসিন্দা শাহআলমসহ পাঁচ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। আদালত মহিপুর থানার ওসিকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। মামলায় বলা হয়েছে অতিসম্প্রতি চাল বিতরণকালে শাহআলম তার দলবল নিয়ে জোর পুর্বক ৩০ বস্তা চাল ছিনিয়ে নেয়। দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় চাল ছিনিয়ে নেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৭:২২ ● ৩০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ