আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

প্রথম পাতা » বরগুনা » আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা
বৃহস্পতিবার ● ২৪ জানুয়ারী ২০১৯


---

আমতলী সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশনের উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৩১ জানুয়ারি, মনোনয়ন পত্র বাছাই ৩ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি ও ভোট গ্রহন ২৮ ফেব্রুয়ারি। প্রজ্ঞাপন জারির খবরে আমতলী পৌরসভার সাধারণ মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে।
আমতলী নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ২০১১ সালে আমতলী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।  মেয়াদ শেষে ২০১৬ সালে নির্বাচন হওয়ার কথা। ওই সময়ে স্থানীয় মজনু মৃধা সীমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে একটি মামলা দায়ের করেন। উচ্চ আদালতের ওই মামলাটি গত বছর নভেম্বর মাসে নিস্পত্তি হয়। মামলা জটিলতায় গত তিন বছর নির্বাচন হয়নি। তিন বছর পরে নির্বাচন হওয়ায় খবরে সাধারণ মানুষ আনন্দিত ও উচ্ছ্বসিত।
আমতলী নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, উচ্চ আদালতে সীমানা জটিলতার একটি মামলার কারনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ওই মামলাটি নিষ্পত্তি হওয়ায় নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষনা করেছে।

এইচএকে/এনবি

বাংলাদেশ সময়: ০:৩১:৩৫ ● ৬০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ