ঢাকা সাগরকন্যা অফিস॥
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয় ৫টি জেলায় অভিযান চালিয়ে আয়কর দাতাদের দেওয়া ১ কোটি ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২টি মামলায় ৭ জনকে আটক করেছে। আটকদের মধ্যে ৬ জনই কর বিভাগের এবং একজন ব্যাংক কর্মকর্তা।
মঙ্গলবার (২৮ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় অভিযান চালিয়ে ওই ৭ জনকে আটক করা হয়। দুপুর আড়াইটায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
আটকরা হলেন- কুড়িগ্রাম কর অঞ্চলের উচ্চমান সহকারী রফিকুল ইসলাম (৪৫), নীলফামারী কর অঞ্চলের উচ্চমান সহকারী ফিরোজ জামান (৪০), পঞ্চগড় কর অঞ্চলের নিরাপত্তা প্রহরী রাজেকুল ইসলাম (৩৫), লালমনিরহাট কর অঞ্চলের প্রধান সহকারী আবদুর মজিদ (৪০), দিনাজপুর কর অঞ্চলের অফিস সহকারী নীরেন চন্দ্র সরকার (৪০), অফিস সহকারী আক্তারুজ্জামান আপেল (৪২) এবং দিনাজপুর সোনালী ব্যাংক করপোরেট শাখার ক্যাশিয়ার হাবিবুর রহমান হাবিব। এদের মধ্যে রফিকুল ইসলাম, ফিরোজ জামান ও রাজেকুল ইসলামের বিরুদ্ধে করদাতাদের দেওয়া দেড় কোটি টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে পঞ্চগড় থানায় দায়েরকরা দ-বিধি ৪০৯, ৪২০, ১০৯ তৎসহ ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা রয়েছে।
এছাড়াও আবদুর মজিদ, নীরেন চন্দ্র সরকার, হাবিবুর রহমান হাবিব ও আক্তারুজ্জামান আপেলের বিরুদ্ধে করদাতাদের দেওয়া ৪০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না করে আত্মসাতের অভিযোগে দিনাজপুর কোতয়ালি থানায় দ-বিধি ৪০৯, ৪২০, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৩৪ ধারাসহ ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় দায়েরকরা মামলার আসামি। দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, অভিযুক্ত ২ মামলার ৭ জনকে আসামি কর দাতাদের দেওয়া আয়করের অর্থ আত্মসাৎ করেছেন।
তিনি বলেন, অধিকতর তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খাগড়াছড়িতে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্রে অভিযান: এদিকে, খাগড়াছড়িতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা চলছিল। এ সময় দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম ও সহকারী পরিচালক মো. আবুল বাশার। কেন্দ্র থেকে দালাল চক্রের সদস্য সোহেল চাকমাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে দুদক। এর আগে খাগড়াছড়ি বিআরটিএ কার্যালয়ে গেলে কাউকে পায়নি দুদক। পরে জানা যায়, খাগড়াছড়ি বিআরটিএ কার্যালয় তালা দিয়ে লিখিত পরীক্ষা নিতে গেছেন কর্মকর্তারা। খাগড়াছড়ি বিআরটিএ কার্যালয়ে হয়রানির শিকার হওয়া গ্রাহকরা দুদকের কাছে লাগামহীন দুর্নীতির অভিযোগ করে। বিধি মোতাবেক বিআরটিএ কর্তৃপক্ষের কাছে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সুপারিশ পাঠাবে বলে জানান দুদক কর্মকর্তারা। দুদকের রাঙামাটি সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক নাসির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এফএন/এমআর