কুয়াকাটায় ভূগর্ভস্থ বালু উত্তোলণের ঝুঁকিতে ১৫ পরিবার

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় ভূগর্ভস্থ বালু উত্তোলণের ঝুঁকিতে ১৫ পরিবার
মঙ্গলবার ● ২৮ মে ২০১৯


কুয়াকাটায় ভূগর্ভস্থ বালু উত্তোলণের ঝুঁকিতে ১৫ পরিবার

কুয়াকাটা (কলাপাড়া) সাগরকন্যা অফিস:

 

কুয়াকাটায় দীঘি থেকে ৫০-৬০ ফুট গভীর করে বালু উত্তোলনের কারণে আশপাশের অন্তত ১৫টি পরিবার বসত ঘরসহ জমিজমা দীঘিতে বিলীনের শঙ্কায় পড়েছেন।
কুয়াকাটার নবীনপুরের ঘটনা। প্রভাবশালী মোঃ ইসমাইল খান তার নিজের জমিতে বিশাল আকৃতির দীঘি করেছে। যেখান থেকে প্রতিনিয়ত বালু উত্তোলন করা হচ্ছে। ফলে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে সেখানকার একটি সরকারি রাস্তা ভাঙ্গনে বিলীনের শঙ্কায়। প্রতিবেশী ইউনুচ খলিফা, আনিসুর রহমান এক লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, তাদের অনুরোধ উপেক্ষা করে ইসমাইল খান নিজের জমিতে বিশাল এক দীঘি কাটেন। যেখানে এখন অন্তত ৫০ ফুট গভীর করে বালু কাটা হচ্ছে। যার কারণে আশপাশে প্রবল ভাঙ্গন দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে পাঁচ তলা ফাউন্ডেশনের বাড়িঘরসহ অন্তত আরও ১৫টি বসতবাড়ি। সরকারি রাস্তা, মসজিদ, আবাদি জমি পর্যন্ত বিলীনের শঙ্কায় রয়েছে। এলাকাবাসীর দাবি অতিরিক্ত বালু কাটা বন্ধ করে তাদের বাড়িঘর, পাকা, কাঁচা ভবনসহ জমিজমা রক্ষার দাবি স্থানীয়দের। অভিযুক্ত ইসমাইল খানকে মোবাইল করলে রিসিভ করেননি। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অনুপ দাশ জানান, তদন্ত করে বিধিমতে ব্যবস্থা নেয়া হবে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৫৪ ● ৩৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ