বাউফলে মসজিদ ভেঙ্গে স্থাপনা নির্মাণ!

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে মসজিদ ভেঙ্গে স্থাপনা নির্মাণ!
মঙ্গলবার ● ২৮ মে ২০১৯


বাউফলে মসজিদ ভেঙ্গে স্থাপনা নির্মাণ!

বাউফল(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাউফলে আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারে আদালতের আদেশ অমান্য করে মসজিদের চালা ভেঙ্গে এবং পাশের পাকা দালানের ছাদ কেটে স্থাপণা নির্মাণ করছে এক প্রভাবশালী। এনিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, আদাবাড়িয়া ইউনিয়নের জেএল ১০৭ এর ৫৩ নং খতিয়ানের ২৬ নম্বর দাগের ২ একর ৭০ শতাংশ জমি পৈত্রিক ও ক্রয়সূত্রে আদাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম.এ. রশিদ গং এবং নজরুল ইসলাম গং গণ ভোগ দখল করে আসছেন। নজরুল ইসলাম তার অংশের ৪.৭৫ শতাংশ জমি দাগের পূর্বপাশে চৌহদ্দী দিয়ে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের সাহিন মৃধার কাছে বিক্রি করেন। কিন্তু সাহিন মৃধা জোরপূর্বক দাগের পশ্চিম পাশে এসে পূর্বে স্থাপিত মসজিদের টিনের চালা ও এম.এ. রশিদের দালানের ছাদ কেটে পাকা স্থাপণা নির্মাণ করছেন। এঘটনায় এম.এ. রশিদ আদালতের শরনাপন্ন হলে বিগত ১২ মে পটুয়াখালী যুগ্ন জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবুল বাশার মিঞা “বিরোধীয় ভূমিতে কোন প্রকার স্থাপণা নির্মাণে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন”। কিন্তু সাহিন মৃধা প্রভাব খাঁটিয়ে আদালতের ওই নির্দেশ অমান্য করে তার স্থাপণার নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
সরেজমিন দেখা গেছে, সাহিন মৃধা তার স্থাপণা নির্মাণ করতে গিয়ে মসজিদের টয়লেট, টিনের চালা এবং এম.এ. রশিদের পূর্বের নির্মিত দালানের ছাদের ৬-৭টি স্থানে প্রায় এক ফুট করে কেটে সেখানে পিলার নির্মান করিয়েছেন এবং চারদিকের দেয়ালের কাজ করাচ্ছেন। এরফলে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লীদের টয়লেট ব্যবহার বন্ধ হয়ে গেছে এবং চালা কাটার বৃষ্টির পানি মসজিদের মধ্যে পড়ছে। এঘটনায় মুসল্লীদের মধ্যেও চরম ক্ষোভ বিরাজ করছে। এবিষয়ে মতামত জানতে সাহিন মৃধার কাছে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিপ করেননি।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৪৫ ● ৩৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ