ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » কুয়াকাটা » ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে মানববন্ধন
সোমবার ● ২৭ মে ২০১৯


ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে মানববন্ধন

কুয়াকাটা (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

আগুন দিয়ে মাদ্রাসা ও মসজিদ পুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায়। সোমবার (২৭ মে) বেলা এগারটায় কুয়াকাটা খানকায়ে রশিদিয়া নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে এলাকার ধর্মপ্রান মুসলমান, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচীতে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কুয়াকাটা পৌর আ.লীগের সাধারন সম্পাদক মনির ভুইয়া, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী জসিম উদ্দিন বাবুল ভুইয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শহীদ দেওয়ান, ভুইয়া মার্কেটের সভাপতি নিজাম উদ্দিন ও মসজিদের ঈমাম আবদুর রহমান।
মুসলমানদের ধর্মীয় অনুভ’তিতে আঘাতকারী জাহাঙ্গীর শেখের সর্বোচ্চ শাস্তি ও বিচার দাবী করে এসময় বক্তারা বলেন, পর্যটন নগরী কুয়াকাটার ঐহিত্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খানকায়ে রশিদিয়া নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার জমি ওয়ারিশ সূত্রে পাওয়ার দাবী তুলে স্থানীয় জাহাঙ্গীর শেখ মাদ্রাসা ও মসজিদের র্নিমান কাজে বাধাসহ পুড়িয়ে হুমকি দেয়। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ওঠেছে স্থানীয় ধর্মপ্রান মুসুল্লীরা। এসময় তারা জাহাঙ্গীর শেখের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার  ঘোষনা দেয়।
এ ঘটনায় জাহাঙ্গীর শেখের বিরুদ্বে মহিপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী জসিম উদ্দিন বাবুল ভুইয়া। ডায়েরী নং-৮৮৫। তারিখ: ২৪.৫.২০১৯।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৪৮ ● ৩৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ