কাউখালীতে ক্যাবল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে প্রসাশন

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ক্যাবল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে প্রসাশন
বৃহস্পতিবার ● ২৩ মে ২০১৯


কাউখালীতে ক্যাবল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে প্রসাশন

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলার কাঠালিয়া গ্রামে কোন ধরনের অনুমোদন ছাড়াই ডিস ব্যবসা করে কয়েক লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে প্রায় কয়েক লাখ টাকা।
জানাগেছে, রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে সম্প্রচার ও ক্যাবল ব্যবসায়ীদের বিরুদ্ধে অবশেষে অভিযান শুরু হয়েছে। বুধবার দুপুরে কাউখালীর কাঠালিয়া গ্রামে  অনুমোদন ছাড়া ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা ও নিয়ম বহির্ভূতভাবে ডিশ ব্যবসার দায়ে  এস এম কেবল নেটওয়ার্ক এর স্বত্বাধিকারি রাজিউল ইসলাম সুমন কন্ট্রোল রুম সিলগালা করে দেয়া এবং মালামাল জব্দ করে কাউখালী থানার পুলিশ। ন্যাশন ওয়াইড মিডিয়া লিমিটেড এর প্রধান পরিচালনা কর্মকর্তা বিপ্লব কুমারের এক অভিযোগে জানাযায়, অবৈধভাবে রাজাপুরের নিলয় কেবল নেটওয়ার্ক থেকে কাঠালিয়ার গ্রামের সুমন সনি গ্রুপের বিভিন্ন পে চ্যানেল প্রদর্শন করে আসছে। তিনি বলেন, বৈধ অনুমতি ও লাইসেন্স ছাড়াই ডিশ ব্যবসা করায় সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। এই অনিয়ম ও দুর্নীতি বন্ধে পিরোজপুরের জেলা প্রশাসক বরাবরে ৮মে চিঠি দিয়ে আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা গ্রহনের দাবী জানালে কাউখালী প্রশাসন আইনুগ ব্যবস্থা গ্রহন করেছে বলে জানা গেছে।

 

আরআর/এমআর

বাংলাদেশ সময়: ১৫:১৯:০১ ● ৫৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ