টুঙ্গিপাড়ায় কৃষকের বাড়ী হতে ধান সংগ্রহ করলেন ইউএনও

প্রথম পাতা » ঢাকা » টুঙ্গিপাড়ায় কৃষকের বাড়ী হতে ধান সংগ্রহ করলেন ইউএনও
মঙ্গলবার ● ২১ মে ২০১৯


টুঙ্গিপাড়ায় কৃষকের বাড়ী হতে ধান সংগ্রহ করলেন ইউএনও

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রকৃত কৃষকের বাড়ী হতে ধান সংগ্রহ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নাকিব হাসান তরফদার। মঙ্গলবার বেলা ১২ টায় টুঙ্গিপাড়া গ্রামের শেখ গাউচুল হকের বাড়ী থেকে ৩ টন ধান সংগ্রহ করেন তিনি। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাহাবুদ্দিন আকন্দ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমরাজ হোসেন কুদ্দুস সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

খাদ্য অফিস সুত্রে জানা যায়, সমগ্র উপজেলা থেকে মোট ২৮১ টন ধান ক্রয় করা হবে। যার কেজি প্রতি মূল্য ২৬ টাকা দরে কৃষকদের দেয়া হবে। এছাড়া ধান ক্রয় কর্মসূচি ৩১ শে আগষ্ট পর্যন্ত অব্যাহত থাকবে। ইউএনও নাকিব হাসান তরফদার বলেন, টুঙ্গিপাড়া উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে সরকার নির্ধারিত ২৬ টাকা দরে। এখানে বিন্দুমাত্র কোন অনিয়ম হতে দেয়া হবে না। এছাড়া আমরা নির্দিষ্ট সময় সীমার ভেতরে ধান সংগ্রহ সমাপ্ত করবো।

এসএস/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৬:১৭ ● ৪২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ