পণ্যের মানের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের নির্দেশ শিল্পমন্ত্রীর

প্রথম পাতা » জাতীয় » পণ্যের মানের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের নির্দেশ শিল্পমন্ত্রীর
সোমবার ● ২০ মে ২০১৯


পণ্যের মানের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের নির্দেশ শিল্পমন্ত্রীর

ঢাকা সাগরকন্যা অফিস॥

পণ্যের মানের বিষয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনকে (বিএসটিআই) জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
সোমবার (২০ মে) রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই মিলনায়তনে বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিটস-ফান্ডামেন্টালি বেটার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
শিল্পমন্ত্রী বলেন, পণ্যের মান এবং পরিমাপ সম্পর্কিত যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে বিএসটিআইকে আপসহীন হতে হবে। জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান হিসেবে পণ্য ও সেবার গুণগত মান সুরক্ষা বিএসটিআই’র পবিত্র দায়িত্ব। শিল্প মন্ত্রণালয়ের অধীন বিএসটিআই সম্প্রতি পরীক্ষার পর জানায়, বাজারে থাকা ১৮টি কোম্পানির ৫২টি খাদ্যপণ্য নিম্ন মানের বলে পরীক্ষা করে দেখেছেন তারা। এই ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি নামি প্রতিষ্ঠানও রয়েছে।
বিএসটিআইর পরীক্ষা প্রতিবেদন প্রকাশের পর এক রিট আবেদনে হাই কোর্ট সেই খাদ্যপণ্যগুলো বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেয়। ওই সব পণ্য উৎপাদন বন্ধ রাখার আদেশও আসে আদালত থেকে। বিশ্ব মেট্রেলজি দিবসের আলোচনায় শিল্পমন্ত্রী বিএসটিআইর প্রশংসা করে বলেন, ধন্যবাদ জানাই, তাদের কার্যক্রমে ইতোমধ্যে জনগণের বিবেককে নাড়া দিয়েছে, সাধারণ মানুষের অনেকেই জানত না নিম্নমানের সামগ্রী নিয়ে, তারা কিন্তু এখন নড়েচড়ে বসেছে। পণ্যের মানের ক্ষেত্রে সরকার এখন দৃঢ় জানিয়ে তিনি বলেন, একটা সময় ছিল, যেটা ম্যানেজ করার সময়। ম্যানেজ করার সময়টা এখন চলে গেছে। ম্যানেজ করার আর কোনো সুযোগ দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জিরো টলারেন্স।
তিনি বলেন, সব ধরনের ভয়-ভীতি, প্রলোভন ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে। বিএসটিআইর সক্ষমতা বাড়াতে মানসম্মত ‘টেস্টিং ইউনিট’ তৈরি করে দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সেগুলো দিয়ে আপনারা প্রতিটি জেলা ও উপজেলায় এবং বিভাগে পৌছে যাবেন। আমরা আমাদের সাধ্যমতো উন্নতমানের গবেষণাগার করে দিয়েছি, আরও করব। শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই বিএসটিআইকে একটি শক্তিশালী ও আন্তর্জাতিকমানের প্রতিষ্ঠানে উন্নীত করার নির্দেশনা দিয়ে আসছেন। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে বিএসটিআইর সক্ষমতা বৃদ্ধির কার্যকর উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটির টেস্টিং রিপোর্ট আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করতে ইতোমধ্যে বেশকিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, পণ্যের মান ও পরিমাপ নিশ্চিত করতে হলে জেলা পর্যায়ে বিএসটিআইর অফিস সম্প্রসারণ করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের জনবল বৃদ্ধি করতে হবে। বিএসটিআইর একার পক্ষে পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণ সম্ভব নয়। পণ্যের উৎপাদক ও ব্যবসায়ীদের সৎ থাকতে হবে। ওজন ও পরিমাপে কারচুপি এবং পণ্যে ভেজাল না দেয়ার শপথ নিতে ব্যবসায়ীদের আহ্বান জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পসচিব মো. আবদুল হালিম। স্বাগত বক্তব্য দেন বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসটিআইর পরিচালক (মেট্রোলজি) মো. আনোয়ার হোসেন মোল্লা। আলোচনা সভার আগে বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৯ উপলক্ষে বিএসটিআই চত্বরে র‌্যালির আয়োজন করা হয়।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৩:৫৫ ● ৪২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ