মানব পাচার প্রতিরোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা

প্রথম পাতা » সর্বশেষ » মানব পাচার প্রতিরোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা
সোমবার ● ২০ মে ২০১৯


মানব পাচার প্রতিরোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

ক্ষুদ্র ঋণ পরিচালাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে হেল্প লাইনের কর্মপরিধি বৃদ্ধি ও মানব পাচার প্রতিরোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা সোমবার (২০ মে) বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. মুজিবুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন কলাপাড়ার সিএম মিলন চন্দ্র শীল। পাওয়ার পয়েন্ট বিষয় ভিত্তিক উপস্থাপনা করেন এসডিএর সমন্বয়কারী শরীফ মো. রিয়াজ উদ্দিন।
বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএ এর আয়োজনে টেরেডেস হোমস নেদারল্যান্ড সহযোগিতায় এ মতবিনিময় সভায় বিভিন্ন ক্ষুদ্র ঋণদান সমবায় সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা মানব পাচার রোধে বিভিন্ন সুপারিশ প্রদান করেন। এসময় নারী নির্যাতন রোধসহ বিভিন্ন আইনি সহায়তায় সরকারের হেল্প লাইনের সেবা গ্রহণের বিষয়ে মতামত ব্যক্ত করেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৫৮:১১ ● ৩৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ