রাঙ্গাবালীতে বিষ প্রয়োগে ঘেরের রেনুপোনা নিধন

প্রথম পাতা » সর্বশেষ » রাঙ্গাবালীতে বিষ প্রয়োগে ঘেরের রেনুপোনা নিধন
সোমবার ● ২০ মে ২০১৯


রাঙ্গাবালীতে বিষ প্রয়োগে ঘেরের রেনুপোনা নিধন

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় রেনুপোনা উৎপাদনের এক ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে প্রায় দুই লক্ষ রেনুপোনা মারা গেছে বলে ঘের মালিক জানিয়েছেন। সোমবার (২০ মে) ভোরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাংগুনি গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ঘের মালিক জাফর মৃধা জানান, প্রায় ১৫ বছর ধরে নয়াভাংগুনি গ্রামের দেড় একর জমির একটি ঘের করে তিনি রুই, কাতলা, মৃগেল ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির ডিম দিয়ে রেনুপোনা উৎপাদন করে আসছেন। সোমবার ভোরে তার সেই ঘেরে বিষ প্রয়োগ করা হয়। ওইদিন সকালে তিনি ঘেরে গিয়ে রেনুপোনা মরে ভেসে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন। এতে তার লক্ষাধিক টাকা মূল্যের প্রায় দুই লক্ষ রেনুপোনা মাছ মরে গেছে বলে জানান তিনি।
জাফর মৃধা বলেন, ‘কিছুদিন আগে আমার ঘেরের মধ্যে নিজেদের জমি দাবি করে স্থানীয় ভূমিদস্যু বেলায়তে মৃধা, নূর হোসেন ও রেজিনা বেগম একটি ঘর উঠাতে চায়। আমি বাঁধা দেওয়ায় তাদের সঙ্গে আমার দ্বন্দ্ব শুরু হয়। এই শত্রুতার জের ধরে ক্ষিপ্ত হয়ে তারা সংঘবদ্ধভাবে আমার ঘেরে বিষ প্রয়োগ করেছে বলে জানতে পেরেছি। তাদের বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নিব।’ এদিকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় তাদের মন্তব্য পাওয়া যায়নি।
রাঙ্গাবালী থানার ওসি মো. আলী আহম্মেদ বলেন, তদন্ত করে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪৬:১৯ ● ৩১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ