দশমিনায় বোরো’র বাম্পার ফলন, দাম নিয়ে শঙ্কায় কৃষক

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনায় বোরো’র বাম্পার ফলন, দাম নিয়ে শঙ্কায় কৃষক
সোমবার ● ২০ মে ২০১৯


দশমিনায় বোরো’র বাম্পার ফলন, দাম নিয়ে শঙ্কায় কৃষক

দশমিনা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বোরো ধান কাটা শুরু করেছে কৃষকরা। সেই সাথে আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলন বাজাওে দাম নিয়ে শস্কায় কৃষক। এবার অনেকটা আগে ভাগেই কৃষকরা ঘরে তুলছেন পাকা ধান। প্রত্যন্ত অঞ্চলের মাঠ গুলোতে শোভা পাচ্ছে পাকা ধানের সোনালী শীষ। উজ্জল রোদ আর বাতাসে ঝলমল করছে ধান ক্ষেত। সকাল বেলা ঘুম থেকে জেগে কাস্তে হাতে ধান কাটার উৎসবে মেতে উঠছে কৃষকরা।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এবার দশমিনায় ৭ ইউনিয়নে ৩শ’ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষাবাদ হয় ৩শ’ ২০ হেক্টর জমিতে। আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
এদিকে ফলন ভালো হলেও ভালো দাম না পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন ধান চাষিরা।
মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সব ধরনের কৃষি পন্যের দাম বাড়ার কারনে উৎপাদন খরচ বেড়েছে। কৃষি বিশ্লেষকরা বলছেন, কৃষক যদি তাদের পণ্যের সঠিক দাম পাইতো তাহলে সমস্যা ছিলনা। কৃষকেরা বাজারে বোর ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় লোকসানের পরতে হচ্ছে ।

এ ব্যাপারে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ানের বাঁশবাড়িয়া  গ্রামের ধান চাষি জামাল হোসেন ও আসাদ মৃধা  জানান, এবার বোরো ধান চাষ করে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। জামাল ৩একর জমিতে বোরো চাষ করেছেন। তার মতে, সার ওষুধ ধান কাটাতেসহ আমার  খরচ হয়েছে যে টাকা বাজারে ধান বিক্রি করে দ্বিগুন কোলসান হবে। তিনি আরও বলেন, তবে এবার উৎপাদন ভালো হয়েছে। আবহাওয়া ভালো থাকায় আমার বোর ধানের কোন সমস্যা হয়নি। কিন্তু উৎপাদন খরচ তোলা নিয়ে চিন্তায় দিন কাটাই।

বেতাগী সানকিপুর ইউনিয়ানের কৃষক সামসুর রহমান বলেন, আমাদের এলাকায় গত কয়েক দিন থেকে ধান কাটা শুরু হইছে। ফলনও মাশাল্লাহ ভালো হইছে কিন্তু ভালো দাম না পাওয়ায় আমাদের লোকসান গুনতে হচ্ছে। এবার ফসল ভালো হয়েছে। কিন্তু খরচ তোলা নিয়ে চিন্তায় আছি । পাশাপাশি শ্রমিক সংকট তো রয়েছেই। আবার গ্রামের শ্রমিক পেলেও তাদের দিতে হচ্ছে অতিরিক্ত মজুরি। ভালো ফলনের পাশাপাশি বাজার মূল্যে সন্তোষজনক হলে লাভবান হইতাম। বাজারে দাম না থাকায় লোকসান গুনতে হবে।

এ ব্যাপারে দশমিনা উপজেলা কৃষিকর্মকর্তা বনি আমিন খাঁন জানান, বর্তমানে আবহাওয়া ভালো থাকায় এবং কৃষি অফিসের সঠিক পরামর্শ ও কৃষকদের কঠোর পরিশ্রমে এবার এ উপজেলায় বোরো ধানের ভালো ফলন হয়েছে। যা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও মনে করেন তিনি। তবে বাজাওে দাম নিয়ে কৃষক শস্কায় আছেন।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২৩:০৮ ● ৩৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ