বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ইফতার মাহফিল

প্রথম পাতা » ইসলামী জীবন » বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ইফতার মাহফিল
রবিবার ● ১৯ মে ২০১৯


বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশাল সাগরকন্যা অফিস॥

বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ইফতার মাহফিল শনিবার নগরীর সাউথকিং  চাইনিজ রেস্টেরেন্টে অনুষ্ঠিত হয়। বেলা ৩টায় শুরু হওয়া ইফতার মাহফিলে আয়োজনমালার মধ্যে ছিল- ভিজ্যুয়াল পরিবেশনা, শর্টফিল্ম প্রদশর্নী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন।
বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সভাপতি অধ্যাপক মাহমুদ হোসেন দুলালের সভাপতিত্বে এবং পরিচালক আযাদ আলাউদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে  ‘রোজার সাংস্কৃতিক স্বরূপ’ বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তুলে ধরেন বিশিষ্ট ব্যাংকার ও গবেষক সৈয়দ ওয়ালিদুর রহমান। আলোচনায় অংশ নেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) বরিশাল বিভাগীয় সভাপতি প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ, সরকারি মহিলা কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রধান আ.জ.ম হাবিবুর রহমান।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতা আবৃত্তি করেন বরিশাল বেতারের সংবাদ পাঠক নেজারুল ইসলাম বাবু।

এএইউ/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪৩:৪৩ ● ৪৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ