ক্রিকেটারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথম পাতা » জাতীয় » ক্রিকেটারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন
শনিবার ● ১৮ মে ২০১৯


ক্রিকেটারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা সাগরকন্যা অফিস॥

ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে প্রথম ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ী বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদ।
শুক্রবার আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে রোমাঞ্চকর রান তাড়ায় মাশরাফি বিন মর্তুজার দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৫ উইকেটে। এর মধ্য দিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপার স্বাদ পেল বাংলাদেশ। বাংলাদেশ সময় মধ্যরাতে জয়ের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে ক্রিকেট দলকে সরকার প্রধানের অভিনন্দন জানানোর খবর সাংবাদিকদের দেওয়া হয়।
অন্যদিকে, স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে অবস্থানরত রাষ্ট্রপতি এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এই জয় বাংলাদেশ ক্রিকেট দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে এবং আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ভালো ফলাফল অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। অভাবনীয় ব্যাটিং ঝড়ে রেকর্ড গড়া অপরাজিত ফিফটিতে দলকে জিতিয়েছেন মোসাদ্দেক হোসেন। কঠিন রান তাড়ায় বাংলাদেশের উড়ন্ত সূচনা এনে দিয়ে জয়ের আরেক নায়ক সৌম্য সরকার। বৃষ্টিবৃঘিœত ম্যাচে জয়ের জন্য ২৪ ওভারে ২১০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।
ডাবলিনে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভার ১ বলে বিনা উইকেটে ১৩১ রান করার পর নেমেছিল বৃষ্টি। পরে ম্যাচ নেমে আসে ২৪ ওভারে। রান তুলেছে তারা ১ উইকেটে ১৫২। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নির্ধারিত হয়েছে বাংলাদেশের লক্ষ্য। মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিংয়ে সাত বল বাকি থাকতেই বহু কাঙিক্ষত জয়ের স্বাদ পায় বাংলাদেশ দল।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৩:৪৩ ● ২৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ